চল্‌ -চল্ - চল্ - Chol Chol Chol | Lyrics


চল্‌ -চল্ - চল্।

 ঊর্ধ্ব গগনে বাজে মাদল,

 নিম্নে উতলা ধরণী তল,

 অরুণ প্রাতের তরুণ দল

 চল্‌রে - চল্‌রে - চল্।।

 

উষার দুয়ারে হানি আঘাত,

আমরা আনিব রাঙা প্রভাত,

আমরা টুটাব তিমির রাত,

বাধার বিন্ধ্যা চল ।।


 নব নবীনের গাহিয়া গান

সজীব করিব মহাশ্মশান।

 আমরা দানিব নতুন প্রাণ।

 বাহুতে নবীন বল।।

 

চল্‌ রে নও জোয়ান, শােনরে পাতিয়া কান,

মৃত্যু তােরণ দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান।

ভাঙরে ভাঙ আগল, চল্‌রে - চল্‌রে - চল্।।

(তালঃ ঝুমুর ৬ মাত্রা)

—কাজী নজরুল ইসলাম

1 comment:

Powered by Blogger.