আমার দেশের মাটির গন্ধে - Amar Desher Matir Gondhe | Lyrics


আমার দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন।

শ্যামল কোমল পরশ ছাড়া যে, নেই কিছু প্রয়ােজন।।

প্রাণে প্রাণে যেন তাই, তারই সুর শুধু পাই।

দিগন্ত জুড়ে সােনা রঙ ছবি হেরে যায় সারাক্ষণ।।

বাতাসে আমার সবুজ স্বপ্ন দুলছে,

কণ্ঠে কণ্ঠে তারই ধ্বনি শুধু তুলছে।

গানে গানে আজ তাই, এই কথা বলে যাই।

নতুন আশায় এনেছি জীবনে, সুর্যের এ লগন।।

(তালঃ দাদরা ৬ মাত্রা)

কথা- মোঃ মনিরুজ্জামান

সুর- আব্দুল আহাদ

No comments:

Powered by Blogger.