আমার দেশের মতন এমন - Amar Desher Moton Emon | Lyrics
আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে।
বউ কথা কও পাখি ডাকে নিত্য হিজল গাছে।।
দোয়েল কোয়েল কুটুম পাখি বন বাদারে যায়রে ডাকি।
আছে শাপলা শালুক ঝিলে বিলে পুকুর ভরা মাছে।
হাজার তারার মানিক জ্বলে হেথায় মাটির ঘরে,
সবার মুখের মিষ্টি কথা সবার হৃদয় ভরে রে।
বুক জুড়ানাে বঁধুর হাসি রাখাল ছেলে বাজায় বাঁশি।
আহা সব দুনিয়ার সেরা ও ভাই এ দেশ আমার কাছে।।
(তাল- ঝুমুর ৬ মাত্রা)
কথা ও সুরঃ আব্দুল লতিফ
শিল্পিঃ আব্দুল আলীম

No comments: