আজি বাংলাদেশের হৃদয় হতে - Aj Bangladesher Hridoy Hote | Lyrics
তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী!
ওগাে মা, তােমায় দেখে দেখে আঁখি না ফিরে!
তােমার দুয়ার আজি খুলে গেছে সােনার মন্দিরে।
ডান হাতে তাের খড়গ জ্বলে, বাঁ হাত করে শঙ্কাহরণ,
দুই নয়নে স্নেহের হাসি, ললাটনেত্র আগুনবরন।
ওগাে মা, তােমার কী মুরতি আজি দেখি রে!
তােমার মুক্তকেশের পুঞ্জ মেঘে লুকায় অশনি,
তােমার আঁচল ঝলে আকাশতলে রৌদ্রবসনী!
ওগাে মা, তােমায় দেখে দেখে আঁখি না ফিরে!।
তােমার দুয়ার আজি খুলে গেছে সােনার মন্দিরে।
যখন অনাদরে চাই নি মুখে ভেবেছিলেম দুঃখিনী মা
আছে ভাঙা ঘরে একলা পড়ে, দুখের বুঝি নাইকো সীমা।
কোথা সে তাের দরিদ্র বেশ , কোথা সে তাের মলিন হাসি—
আকাশে আজ ছড়িয়ে গেল ওই চরণের দীপ্তিরাশি।
ওগাে মা , তােমার কী মুরতি আজি দেখি রে!
আজি দুখের রাতে সুখের স্রোতে ভাসাও ধরণী—
তোমার অভয় বাজে হৃদয়মাঝে হৃদয়হরণী!
ওগাে মা, তােমায় দেখে দেখে আঁখি না ফিরে!
তােমার দুয়ার আজি খুলে গেছে সােনার মন্দিরে।।
(তালঃ একতাল ১২ মাত্রা)
—রবীন্দ্রনাথ ঠাকুর

Very heart touching and patriotic song.♥️♥️
ReplyDelete