আমায় যদি প্রশ্ন করে - Amay Jodi Proshno Kore | Lyrics


আমায় যদি প্রশ্ন করে আলাে নদীর এক দেশ,

বলবাে আমি বাংলাদেশ।

আমায় যদি প্রশ্ন করে কল-কাকলীর দেশ,

বলবাে আমি বাংলাদেশ।।

এক সূর্যের হাজার আলাের কণা,

ছড়িয়ে এই মাটি করল অরূপ সােনা।

আমায় যদি প্রশ্ন করে মায়াবতীর কোন দেশ,

বলবাে আমি বাংলাদেশ।।

নব দিগন্তে নতুন চলার চিঠি,

মিলেছে এ জীবন সম্ভাবনার দিঠি।

আমায় যদি প্রশ্ন করে কাব্যগীতির কোন দেশ,

বলবাে আমি বাংলাদেশ।।

(তালঃ কাহারবা ৮ মাত্রা)

কথাঃ গাজী মাজহারুল আনোয়ার

সুরঃ আনোয়ার পারভেজ

শিল্পিঃ শাহনাজ রহমতুল্লাহ

No comments:

Powered by Blogger.