আমরা করব জয় - Amra Korbo Joy | Lyrics


আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়।

আহা! বুকের গভীর আছে প্রত্যয়,

আমরা করব জয় নিশ্চয়।।


আমাদের নেই ভয়, আমাদের নেই ভয় আজ আর।

আহা! বুকের গভীর আছে প্রত্যয়,

আমরা করব জয় নিশ্চয়।।


আমরা নই একা, আমরা নই একা আজ আর।

আহা! বুকের গভীর আছে প্রত্যয়,

আমরা করব জয় নিশ্চয়।।

সত্য যে সাথী, সত্য যে সাথী মােদের।

আহা! বুকের গভীর আছে প্রত্যয়,

আমরা করব জয় নিশ্চয়।।

(তালঃ কাহারবা ৮ মাত্রা)

অনুবাদঃ হেমাঙ্গ বিশ্বাস

সুরঃ ইংরেজি গানের অনুকরণে

1 comment:

  1. It's one of the best motivational song for kids.💖❤️

    ReplyDelete

Powered by Blogger.